যেখানে নামার কথা ট্রেন যদি না থামে সেখানে,
এই অহেতুক ভয়ে চিরকাল কাঁটা হয়ে থাকি।
অমূলক কতো কিছু কেন যে জড়ায় তা কে জানে,
ভাঙে যদি ভয়ে তার ভাবনার হয়ে ওঠা বাকি।


যেকথা সহজ নয় তুমি তার মানেবই চাও,
তাই যদি হতো তবে পৃথিবী তো কুয়াশাবিহীন।
এ পাড়ায় সব মোড়ে জট পাকিয়েছে রাস্তাও,
কে তোমাকে হাত ধরে এনে দেবে রামধনু দিন?


পেতে তো সবাই চায়, কেউ পায়, রয়ে যায় কেউ।
রঙচঙে জামা তার স্যাঁতস্যাঁতে বাষ্প লুকোয়।
থামতে দেখি নি তাকে ওঠাপড়া বেসামাল ঢেউ,
বিষনীল ক্ষত তার জাগে আর আপনি শুকোয়।


হাওয়া আর মাটি ছুঁয়ে ঋতু লিখে রাখে জলবায়ু।
লড়াইয়ে জয়ের রঙ, ভয়ে শুধু জড় পরমায়ু।
                               (০৫/০৯/২০২৩)