সব প্রেমিকার জন্য থাকুক মুক্ত আকাশ,
সব প্রেমিকের জন্য একটা রক্তগোলাপ।
সব নদীরই দু'পাড় বাঁধুক একটা সাঁকো,
সব মনেরই জানলা থাকুক বেবাক খোলা।


সব রাতেরই শেষে থাকুক একটা সকাল,
সব পাখিদের ডানাই কাটুক হাওয়ায় সাঁতার।
সব উঠোনের সকল কোণে রৌদ্র খেলুক,
সব বেদনার উৎস থেকে মুছুক আঁধার।


সব সীতাদের অগ্নিশুদ্ধি নিষিদ্ধ হোক,
সব রাধারই জন্য থাকুক মোহন বাঁশি।
সব পথেরই শেষ খুঁজে পাক তার ঠিকানা,
সব যাওয়ারাই 'যাই' না বলে বলুক 'আসি'।


সব শিশুদের দুই হাতে থাক বই খাতা স্লেট,
সব খিদেরই জন্য কোথাও উনুন জ্বলুক।
সব ক্লান্তির জন্য থাকুক ছায়ার আঁচল,
সব আঘাতেই 'কেমন আছো' কেউ তো বলুক।


সব দেশেরই নাম যদি হয় বসুন্ধরা,
সব সীমানার দাগ মুছে দিক সেই হরবোলা
যে হাওয়াদের স্পর্শে চেনায় গাছের ভাষা।
সব হৃদয়ে সেই তো ফোটায় রক্তগোলাপ।
                            (০৭/০২/২০২৩)