সময়ে বদলে যাওয়ার খবর রেখো,
কে জানে কোনখানে ঠিক কোন হাওয়া বয়।
বদলের নিয়ম মাফিক বদল শেখো,
সময়ে বদলে গেলে সব হাওয়া সয়।


ধরো পথ বদলে দিলো রাস্তা হঠাৎ,
মেঘেদের রঙ বদলেই বৃষ্টি নামে।
কি হ্যাপা, ধরো যাদের স্যাঁতস্যাঁতে ধাত,
বোঝে নি খবর ছিল কোন সে খামে।


ঘুড়িও উড়ছে বুঝে মর্জি হাওয়ার,
লাটাইয়ের হাতবদলের ছলাকলায়।
ইতিহাস সাক্ষী আছে বদলে যাওয়ার,
কবে যে পার্থ কখন বৃহন্নলায়।


যেখানে প্রেম মাপা হয় গোলাপ ফুলে,
হিসেবি অনুসরণ এটাই রীতি।
কে কবে খুঁজছে কথা পাঁজর খুলে,
বদলের অঙ্কে মাপে কখন ইতি।


আমি যে কখন থাকি কোন আমিতে,
আমারই গোল বেঁধে যায় সময় সময়।
বুকে এক হাওয়ামোরগ খবর নিতে,
ভেবো না, এখন আমার সব হাওয়া সয়।
                       (১৩/০৭/২০২২)