( বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে )
পাহাড় ঘেঁষা নদীর বাঁকে
ছোট্ট সবুজ গাঁ।
দোর খুললেই গালচে নরম
সবুজ ঘাসে পা।


সবুজ পাতা আঁজলা ভরে
প্রাণবায়ু দিক যতো।
দেখি কেমন এ বুক জ্বালায়
মহামারীর ক্ষত।


মায়ের মতো একটা আঁচল,
একটা সবুজ শাড়ি।
দেখিস এবার দেবোই দেবো,
যেমন করে পারি।


ছন্দ আঁকি খাতার পাতায়,
এবার না হয় গাছে।
স্বপ্ন পাখি এমন কিছু
আমার বুকেও আছে।
    (০৫/০৬/২০২১)