নুয়ে থাকো,
ছুঁয়ে থাকো মাটি,
ভুঁয়ে থাকো লতিকার মতো।
যদি তাঁর পদরজে সমর্পিত প্রাণ,
স্বীয় অভিমান ধুপকাঠি
এক ফুঁয়ে নস্যাতে থাকো।
ফুলে ঢাকো যাবতীয় ক্ষত,
লাঞ্ছনা দান মানো, করো সম্মান।
ক্ষয়ে যাও, সয়ে যাও,
বৃক্ষধর্ম অনুকরণীয়।
নিঃশর্ত সমর্পণ দাও,
তবে তুমি প্রভুপদপ্রিয়।
কীর্তণের সৌভাগ্যলাভও
তবে আর কার তুমি ছাড়া।


প্রভু বা ঈশ্বর যাই ভাবো,
তাবৎ জিজ্ঞাসা আর বেয়াড়া শিরদাঁড়া,
নিঃশর্ত ভোগে দিও। চিরকালই বড় লোভনীয়।
                                 (১৮/০৫/২০২৩)