এখনো নেভে নি রোদ, রয়েছে উত্তাপ;
দু' দণ্ড রোসো নয়, জিরোও খানিক।
রসদও রয়েছে ঢের, নামায় নি ঝাঁপ
সরাইখানায়। থুয়ে যাও হয়রানি।


ধুয়ে দিক অবগাহ, ডুব দাও আঁচ।
শান্ত হয়নি তাপ, রোদ্দুরে ঝাঁজ
এখনো নেভে নি; জ্বর জড়িয়েছে পাকে।
হও নীলকণ্ঠ, নাও গণ্ডুষে তাকে।
                  (১২/০৯/২০২৩)