কতদূর খেয়াঘাট? জানা নেই। লাভ কি?
পথিকের শুধু পথ। থামা নেই। ছাপ কি
রেখে যায়? থেকে যায়, মন বাসি ঠিকানায়?
স্মৃতিরও মৃত্যু আছে। দীপ নাই, শিখা নাই,-


আগাছা সমাধি ছোঁয়। ছোঁওয়া মুহুর্তেরা নেই।
যাওয়ার যাওয়াই আছে, কোথ্থাও ফেরা নেই।
                                     (৩০/০১/২৪)