শীতের রোদ ছুয়ে দিলে,
তোমায় ছুঁতে মন করে,
শীতসকালে ,
শিউলি গন্ধে,
ডুবতে ভীষণ মন করে।
আমার একলা ভীষণ শীত করে।


তোমার হৃদয় জুড়ে,
শিশির হয়ে জমতে ভীষণ মন করে।
হিমেল হাওয়ায়,
কাজল গন্ধে ডুবতে ভীষণ মন করে।
আমার শীতদুপুরে,
আমলকি টক,
প্রেমে পড়তে মন করে।
আমার একলা ভীষণ শীত করে।


৩০ পৌষ ১৪২৭
স্বপ্নকুঠির, ঢাকা ১২০৬