আমি নিয়মের  অনুগত দাস!
নিয়ম করে রোজ ভুলে যাই ,
রিকশা চড়ার স্বাদ!
নিয়ম করে ভুলে যাই উত্তাল সমুদ্রের গর্জন আর
পাহাড়ের নিস্তব্ধ নিঃশ্বাস!
কাদা লাগবে তাই কাদা রাস্তায় হাটি না আর,
খুব নিয়ম করেই এড়াই।
পাঞ্জাবির উপরের দুটো বোতাম নিয়ম করে নিজে নিজেই লাগাই।
নিয়ম করে পকেটে রুমাল গুজি,
রোজ নিয়ম করে চুলে চিরুনি বুলাই, তেল দিই,
এখন নিয়ম করে দুবেলা হাটি, দুবেলা খাই,
পছন্দের  তৈলাক্ত খাবারগুলো এলার্জি বলে,
নিজেই  নিয়ম করে এড়াই।  
নিয়ম করে ভেজা মাটির গন্ধ ভুলি,
প্রিয় রঙ ভুলে বর্ণান্ধ হই।
নিয়ম করে নিকোটিনের ধোয়ায় ,
হাসনাহেনার ঘ্রাণ তাড়াই।
আমি সবকিছু করি নিয়ম করে করে,
তবুও এত নিয়মের ভীড়ে,
নিয়ম করে আমার কবিতার খাতা আর ভরে না!
নিয়ম করে আর যাই হোক,
তোমায় তো লেখা যায় না!