স্বার্থপর হব, স্বার্থপর!
যতটুকু স্বার্থপর হলে তোমার বিচ্ছেদে,
আর, অন্তর্দাহ হবে না।
যতটুকু স্বার্থপর হলে,
তোমার মত অনায়াসে,
স্পর্শ করা যাবে দুটো নুতন  হাত!
ছুয়ে দেখা যাবে ভিন্ন  ঠোঁট,
অবলীলায়,নির্লিপ্ততায়!
ঠিক ততটুকুই স্বার্থপর হব।
যতটুকু স্বার্থপর হলে,
তোমার দৃষ্টিতে তাকালে,
মনের সমুদ্রে চলবে শীতকাল।
থাকবে না কোন  উত্তালতা,
চাঁদের  আলোয় স্মৃতি হবে ঘোলা।
ততটুকুই স্বার্থপর হব! স্বার্থপর!
যতটকু স্বার্থপর হলে,
ধূলো জমবে চিঠির খাতায়,
শ্যাওলা জমবে, মনের ওই ঘরটায়।
ততটুকুই স্বার্থপর হব!
স্বার্থপর।