ভালোবাসি বলতে ক্লান্তি লাগল সেদিন!  
জড়িয়ে ধরার ব্যাকুলতাও নেই!
কাছে পাবার আগ্রহ হারিয়ে গেল!
আগলে রাখা টাকে অসহ্যকর মনে হল!
তীব্র রাগে,
আমাকে দূরে ঠেলে দিতে চাইলে!
যদি চিৎকার করি,
তছনছ করে দিই সমস্তকিছু!
প্রকম্পিত করে  বলি,
তুমি আমার স্রষ্টা প্রদত্ত অলিখিত সম্পদ!
তোমার ভালোবাসা
পাবার জন্য আমি  হিংস্রতম ক্ষুধার্ত!
পশুর চেয়েও নিকৃষ্টতম হিংস্র আমি,
তোমার ভালোবাসার ক্ষুধায়!
ধর  বললাম তোমার স্পর্শের  জন্য,
আমি মরুযাত্রীর মত পিপাসার্ত?  
তেষ্টা মেটাবে না?
নাহয়  চিৎকার করে বললাম,
ফেলে দাও সমস্ত রাগ,ক্ষোভ, অভিমান, হতাশা!
ক্ষীপ্রতম  আলিঙ্গনে  উষ্ম কর আমায়!  
দীর্ঘতম পাশবিক চুম্বণে কর বিদ্ধ!
তুমি তখন কি করবে?


২২শে ভাদ্র,১৪২৭
স্বপ্নকুঠির, ঢাকা।