এক ক্লান্ত বাড়ি ফেরা বিকেলে,
তোমার মনের ট্রেনে,
আইন ছিন্ন করে,
বিনে টিকেটের যাত্রী হয়ে চেপে বসব।
তুমি টিকেট চেকার হয়ে,
ভালোবাসার পারমিট চাইলে,
বুকের ভেতর দেখিয়ে দেব,
তুমি ছাড়া আমার অন্তর্দাহ!
আমার অসহায়ত্ব!
আমার যাত্রার প্রয়োজন!
তোমাকে দেখিয়ে দেব,
বাড়ি ফেরা আকুতি,
নিয়ম ভাঙ্গার করুণ কারণ!
নিয়ম ভেঙ্গেছি বলে,
এক জোড়া লাল গোলাপ এনে,
দেব জরিমানা!
বলে উঠব ভালোবাসি,
তুমি ছাড়া যে শূন্যতা,
সে কি তোমার জানা?


জরিমানা দিলে বলো জায়গা দেবে?
মনের ফার্স্টক্লাসে?
ভালোবাসি বললে শূন্যতা পুরিয়ে দেবে?
নাকি আমার ভালোবাসার অসহায়ত্বে,
দণ্ড বসাবে?
শূন্যতায় দেবে উপেক্ষার আগুন!  
তুমি দণ্ড দিও,
তবুও আমি যাত্রী হবো,
না পেলে টিকেট,
বিনে টিকেটে,
একদম টিকেট ছাড়া......!


১৪ই ফাল্গুন, ১৪২৭
ময়মনসিংহ।