আজ এই পূর্ণিমার রাতে।
আকাশে পূর্ণ চাঁদ উঠিয়াছে॥
পূর্ণিমার চাঁদ বলে।
আমি এখন একা যে॥
আমি যেন আছি একাই।
আর সব যেন ঘুরে বেড়ায়॥
সব নক্ষত্র আছে এক সঙ্গে।
আমি কেন নেই তাদের সঙ্গে।।
কেন আমি আজ আছি একা।
একা আছি চিরকাল নেই কোনো সখা॥
আমাকে আলো দিয়েছে সূর্য।
দেয়নি আলো নিজস্ব॥
আজ আমি আছি সঙ্গীহীন।
শাশ্বতই আমি থাকব সঙ্গীহীন।।