মেঘনা পাড়ে জন্ম আমার, সেথায় ছিলো ঘর
শিশু কালেই মন্দ কপাল, সবাই হলো পর,
বাবা মায়ের ভুলের মাশুল, দিচ্ছি নিশিদিন
তাদের ভুলের শিকার আমি, জীবন পরাধীন,
বাবা আছে মা-ও আছে, দুই মেরুতে বাস
দুইয়ের দ্বন্ধে জীবন আমার, হলো সর্বনাশ,
নতুন মায়ের সংসারেতে, হলোনা আর ঠাঁই
অন্য গাছের ছাল হওয়াতে, আমার জায়গা নাই,
যে বয়সে ছেলেরা সব, করছে লেখা পড়া
মন্দ ভাগ্যে জন্ম নিয়ে, আমি সর্বহারা,
জীবন বোধের মূল তন্ত্র, কে দেবে আমায়
বোঝার তখন হয়নি বয়স, কেবা নেবে দায়,
সবার সাথে মিলে মিশে, নিয়ে পরিজন
আমার বেলায় অলিক স্বপ্ন, ভাবি অনুক্ষণ,
শিশু কালে নানা নানির, পেয়েছি আদর
কিশোর কালে চাচা চাচি, করেছেন কদর,
একটি সময় খালার কাছে, পেয়েছি আশ্রয়
জীবন মুখী স্বপ্ন দেখতে, হয়েছেন সদয়,
জীবন যুদ্ধে নেমেছি আজ, ক্লান্তি যখন আসে
ঠাঁই হলোনা আপন ঘরে, শূন্যতা আজ পাশে,
কান্নাক্লান্ত সাদা আমার, কপালের ক্যানভাস
বিধির বিধান পরে আছি, সেচ্ছা পরবাস,
জীবন যুদ্ধে মেঘলা আকাশ, নিজেই করি তয়
ভরসা শুধু আল্লাহ আমার, জয় করেছি ভয়,
যাদের আছে অনেক কিছু, হারিয়ে যাবার ডর
তাদের মতো নইতো আমি, শুন্য আমার ঘর,
বাবা মায়ের জীবদ্ধশায়, কেমনে এতিম হয়
প্রচলিত এতিম বিধান, আমার বেলায় নয়,
আমার মতো জীবন যাদের, ছিলো সর্ব জন
কোন পর্যায়ের এতিম আমি, বলবে জ্ঞানীগণ।