তুমি বাতাসের দেয়ালে কান পাত
শুনতে পাবে প্রাগৈতিহাসিক স্বপ্নকণার চিৎকার,
দিগ্বিদিক ছুটে চলেছে অসীমের পানে;
তুমি হাত বাড়াও দিগন্তের দেয়ালে,
দেখতে পাবে জীবন ও স্বপ্নের সারি সারি সমাধি,
অনুভব করবে মানবতা বসে আছে গালে হাত দিয়ে,
তাদের ঘিরে আছে সভ্যতা বিনাশী তরবারী,
ইতর উক্তির কেরামতি দেখিয়ে
বেঁচে থাকার অনুসঙ্গকে বোকা বানাচ্ছে অহরহ।
দুষিত বায়ুর প্রাদুর্ভাব
বিনষ্ট করে ফেলছে জীবন শুভ্রতার চাদর
আর উদোম অরণ্যে নৃত্য করছে ঝাপসা বিবেক!
অদ্ভুত এক জানোয়ারের উদরে আমার স্বদেশ!