দশ টাকা বাটেজের কাজ, সাত টাকা ভাগাভাগি, তাও খাই খাই
তিন টাকার উন্নয়ন পেয়ে, আমরা নফর, গোলাম, বগল বাজাই!
আমরা অগনিত দাসেরা, সদাই হাতজোড়, অল্পতেই খুশি হয়ে যাই,
আপনেরা প্রভুর জাত, কতোইনা দয়ালু আপনেরা, কৃতজ্ঞতা জানাই!
কত্তো দয়া আপনাদের, ধরে আছেন আমাদের উন্নতির হাল!
দেশোদ্ধারে আপনারা সদাই গলদঘর্ম, নাকাল,
অথচ নিন্দুকেরা হয়েতুক পারে গাল-
আপনেগো হুইস্কি আর মাগির জোগান নাকি দেন এসব পোষা হাড্ডিসার পাল!
কত উঁচু উঁচু তলায় আপনাদের বাস, চকচকা গাড়ি,
কারো কারো ব্রুকলেন, টরন্টোতে বাড়ি
কোন কোন দয়ালের সিন্দুকে টাকা কাড়ি কাড়ি
ভাগে-যোগে যদি পরে কভু কম, কুত্তা-কুত্তায় কামড়া কামড়ি।
দাসেরা অসুখে-বিসুখে পড়ি, কেউ সেরে ওঠে, কেউ পটলপুর
আপনাদেরতো বাতাস নির্গত হলেও লন্ডন, সিঙ্গাপুর,
আহা! কি সামন্ত প্রভুর আয়েশ আপনাদের, জীবন কি মধুর
কামলারা মরতেও পারে না সুখে! আহা! কি আকাল মৃত্যুর!
খক খক কাশি, তাও অগ্রীম কর দেয়া বিড়ি খাই
ফোনে কথা বলি, নানান ট্যাক্সের ফাঁদে শান্তি নাই
ডানে-বামে কর আর কর, নিত্য পণ্যে নিত্য সাফাই
তবুও খাই, কার কাছে যাই, আপনাদের দয়ায় জীবন চালাতে খাবি খাই!
শীল নামে কিছু আছে আপনাদের দোহার, মুখে মারা পুটে
লাথি, ঝাঁটা, এঁটোকাঁটা সব খায় লুটে,
হেঁটে যেতে হুকুমে যায় তারা ছুটে,
অয়েল আর মালিশে মেলে, খয়রাত করপুটে।
চকচকে নোটে বিকা একেকটা শয়তান,
নির্লাজ পদলেহী, মাগীর দালালী করে শিনা টানটান,
চেহারায় চিকনাই, তেলতেলা চামড়ার তুলতুলে শান,
হাবে-ভাবে প্রচারে, মসজিদ-মন্দিরে,
জিকিরে, তাহাজ্জুতে, তাসবিতে, আহা! সাক্ষাত ভগবান!