তুমি করলে সবই জায়েজ, আমার জন্য হারাম
আমার জন্য যাহা কষ্টের, তুমি করলে আরাম।
আমি বললে গুজব যেটা,  তুমি বললে বাণী
আম জনতা সবাই বোকা,  তুমি মহা জ্ঞানী।
সেন্ডেল চুরির তকমা মিলে, রাষ্ট্রদ্রোহীতার
পুকুর থেকে সাগর চুরি, তোমার জন্য ছাড়।
সেবক হবার কথা বলে,  সেজেছো ইশ্বর
প্রজার তরে চোখ রাঙানী, চলছে যে দিনভর।
পানটি থেকে চুনটি খসলে, প্রজার উপায় নাই
সত্য মিথ্যা যাচাই বাছাই, করার গরজ নাই।
যতই তুমি দম্ভ দেখাও,   করছো অহংকার
আকাশ পানে শকুন ওড়ে, সামনে অন্ধকার।
লোভের মাশুল গুনতে হবে, শকুন খাবে ছিঁড়ে
প্রজারা সব রুখে দেবে, রাখবে তোমায় ঘিরে।
কাদের কথায় দম্ভ করো, দেখো ইতিহাস
হায়েনা সব ধরছে ঘিরে, রাজ্যের সর্বনাশ।
সময় থাকতে প্রজা চেন, খেদাও মীর জাফর
তোমার তরে জীবন দেবে, রক্ষা করবে ঘর।
ঘুমের ঘোরে থেকোনা আর, তাকাও চারিদিক
হায়েনা আর ধূর্ত শেয়াল, ঘুরছে দিগ্বীদিক।
রাজ্য যদি হাতছাড়া হয়, কাদের তুমি রাজা
আম জনতা আপন ভাবো, তারাই দেবে সাজা।
বিপদ কালে মীর জাফর সব, ঘুরবে উল্টো দিক
আম জনতার অসীম শক্তি, রুখবে নাগরিক।
বুদ্ধি খাটাও চিন্তা করো,  ক্ষমতা আর নাম
প্রজা-রাজ্য আছে বলেই, আছে তোমার দাম।
রাজ্য যদি হাতছাড়া হয়,  কাদের রাজা তুমি
জেগে ওঠ শত্রু তাড়াও,  বাঁচাও জন্মভূমি।