আমি কবি বন্ধুদের তারিফ ধন্য, আসরের গুণী কবি!
ভদ্রোচিত মন্তব্যে খুশির ঠেলায়, আঁকি আহ্লাদি ছবি!
আমি  দুনিয়ার মানুষ নিয়ে ভাবি, গাই মানবতার গান
চোখ বন্ধ করে মজা লই, যখন পিটিয়ে মারা হয় জান!
অধর্মের ফণা বিষ দাঁত ফোটায়, যখন মানবতার গা’য়
দেখি ধর্মটা আমার নিজ তাই, উসকে দেই পায় পায়!
আমি বড় কবি, ভগবানের জাত, গান গাই বাও মতো
সামনেই ভাঙ্গে মসজিদ-মন্দির, মাথাব্যাথা নাই ততো!
দেশের সীমান্তে শকুনরা ওড়ে, কি’বা আসে যায় তাতে
সারা বিশ্বের খবর রাখি আয়েশে, নুন নাই কার পাতে!!
আমি মানবিক কবি, বিরাম নাই, লিখি স্বদেশের গৌরভ
নিজ ভূমের নিষ্পেষিত মানবতা, বাড়ায় কাব্যের সৌরভ!
আমি এক চোখা জাত কবি, অন্যরা আমার তুলনায় তুচ্ছ
নিজ জাতে হাজার ছিদ্র নিয়ে, অন্যের ছিদ্রে নাচাই পুচ্ছ!
আমি ধর্ম নিরপেক্ষ বড় কবি, তাই কলমে সর্বদাই ধার
অন্যের দোষ খুঁজে পাই তারাতারি, নিজ জাতে যত ছাড়!
নিজ ধর্মের বর্বরেরা যখন, পিটিয়ে মারে ভিন্ন কোন জাত
পাতা ধন্য হয় প্রেমের কবিতায়, তৃপ্তি করে খাই ঘি-ভাত!
অধর্মের উন্মাদনায় শনির দশা, আমার চোখে সবই ঠিক
নিজের ঘরটি আগুনে পোড়ে, বিশ্ব চিন্তা নিরাপদ অধিক!