আমি কিছু বিদ্রোহের বীজ খুঁজছি
স্বদেশের মাটিতে রোপণ করবো বলে,
ভাঙ্গা সাহস মেরামত করার জন্য এবং
যে বিস্ময়কর উষ্ণতা সমস্ত ভয়কে হ্রাস করে,
কিংবা বাংলাদেশকে
সুখের যে পাতলা আবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে,
তাকে উন্মুক্ত করে,
বাক্স বন্দি দুঃখগুলোকে উদ্ধার করার জন্যই
তার পুনর্জীবন আমার খুবই দরকার!
দুষ্টের আশ্রয়কারীদের প্রচার-সর্বস্ব ভয়
কিংবা মুখরোচক শব্দের আড়ালে
লুকিয়ে থাকা অপরাধীকে সনাক্ত করার জন্য,
জরুরী হয়ে পড়েছে সচেতনতার অবিচ্ছিন্ন অস্তিত্ব।
কারণ মৃত্যুর ওড়না পেঁচিয়ে শুয়ে থাকা নিয়ন্ত্রণ
এবং সমাহিত হতাশার অচিন্তনীয় শোষণগুলো
আমার ক্রোধকে সুড়সুড়ি দেয় প্রতিনিয়ত!