আলো কীভাবে ব্যয় করতে হবে
তা গতকালের অন্ধকার থেকে শিক্ষা না নেয়ার কারণে
অপরিশোধিত অন্ধকার কামড়ে খায় প্রবীণ ক্ষুধা!
কিছু কিছু আত্মা বিক্রি হয়ে, কণ্ঠস্বর অস্ত যায় বলে
ঘৃণাযোগ্য চিন্তারা অভদ্র বিদ্বেষে
কর্তৃত্ব টিকিয়ে রাখতে ভেঙ্গে ফেলে সাম্যের দেয়াল,
তাই জঘন্য গর্জনের মাধ্যমে
দুর্যোগ উৎপাদন করে চারদিকে রিলিফ বিতরণ করা হয়!
মোরকজাত চিৎকার সম্বিৎ ফেরাতে পারেনা,
আনন্দিত শব্দরা পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে
দুষ্প্রাপ্য অনুসরণগুলোর কাছে অকার্যকর হয়ে পড়ে।
ক্লান্ত হয়ে ভোরের সন্ধান করা ব্যস্ততারা অবসর নেয়, এবং
দুঃখজনক সম্ভাবনাকে এড়িয়ে চলার কৌশল আয়ত্ব করে;
সেই সুযোগে-
একদল লুটেরা বেজন্মার দুর্দমনীয় লোভে
অমোচনীয় ক্ষত জমা হতে থাকে আমার স্বদেশের পিঠে!