নষ্টাত্মার ঘরে আটা, বিবেকের দোর
রেটিনা বিগড়ে গিয়ে, চোখের অসুখ,
কালোটাকে সাদা ভ্রম, দুখটাকে সুখ
হায়াটা হারিয়ে হয়, গোধূলীটা ভোর!
বিজ্ঞত্ব জাহির করে, নিরেট চতুর!
শঠতাকে ঢেকে দিতে, বিনয়াব মুখ,
প্রবঁচনে কাটে কাল, নেই কোন দুখ
সে ধাউড়, তাই ভাবে, সবাই বিমূঢ়!


দেশটা গোল্লায় যাক, কিবা আসে যায়!
এটোকাঁটা খেতে পেলে, সব ঠিক ঠাক,
বোনের ধর্ষক তদা, বাঁচাতে অধীর!
জননী বন্ধক রেখে, আত্মা বেচে খায়!
চেয়ে দেখ মোনাফেক, অতীতের বাঁক
সাহসী গুঁড়িয়ে দেবে, মিথ্যার প্রাচীর!
-------------------------------------
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬, মিলবিন্যাস–অষ্টক-কখ খক, কখ খক, ষঠক-গঘঙ,গঘঙ)
শব্দার্থঃ নিরেট-মুর্খ/ প্রবঁচনে-প্রবঞ্চক, প্রবঞ্চনা করে/ ধাউড়-কপট, শঠ, বাটপারি/ তদা-তখন, সেই সময়, অতঃপর।
বি. দ্র. সনেট এক্সপার্ট কবি বন্ধুগণ ভুল ত্রুটি ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো।