অসহায় ঝরে যায়, অগতি জীবন,
করোনার অভিঘাত, দুর্জয় আপদ!
ঘোরে-ফেরে চারপাশ, ছোবলে মরণ
অগোচর দুশমন, সভ্যতার খদ!


হাসটুকু মুছে গিয়ে, রয়েছে পাতাল!
বসতি বিরান হয়, নাই কারো হুঁশ!
সিট নাই, নাই সিট, জীবন নাকাল-
আতাল-পাতালে ঘুরে, স্বজন বেহুঁশ!


তামাশায় কাটে কাল, প্রতিরোধে হেলা
ধুলার মূল্যে বিকায়, জীবনের দাম!
দাম্ভিক আচার ছাড়া, আর সব ফেলা
গদির সুরক্ষা বিনে, সকল হারাম!


প্রকৃতির প্রতিশোধ, মানবের পাপ
মানবের পরিহাস, ডাকে অভিশাপ!
----------------------------------
(শেক্সপীয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬, মিলবিন্যাস কখ কখ,গঘ গঘ,ঙচ ঙচ,ছছ)
শব্দার্থ: খদ<ফাটল, চিড় / ফেলা< ছুড়ে ফেলা, নিক্ষেপ করা, বিদ্রুপ করা