স্বৈরাচারের পাল্লায় পড়ে গেছে দেশ;
লুটপাটের নেই কোন শেষ;
সর্বত্র জুলুমের রেশ;
নেই কোন বিচার,
তিরোহিত আচার,
জনতার নসীবে আজি দুর্গতি অশেষ।


তীরন্দাজ মোনাফেক নেই তার লাজ;
বিপ্লবীর কপালে চিন্তার ভাঁজ;
সাহস হারিয়েছে রণ সাজ;
যেভাবে চলছে,
জনতা দলছে,
দেশকে বেহায়ামুক্ত কে করিবে আজ!
-------------------------------------
[আমার পরম শ্রদ্ধেয় কবি জনাব শ. ম. শহীদ সাহেবের “পরানযোশী” কবিতাটি পড়ে স্টাইলটি আমার খুবই ভালো লাগে। সেই স্টাইলে আজকের লেখাটি আমি লেখার চেষ্টা করেছি। আজকের লেখাটি আমি আমার প্রিয় কবিকে উৎসর্গ করলাম।]