হায়রে বেরসিক করোনা, ভাতে মারলি ছাই
গোমর করলি ফাঁক তুই, দেশের ইজ্জত নাই।
উন্নয়ন দৌড়াচ্ছিল দারুণ,  ছুয়েছিলো রেখা
সবই ছিলো মেকি প্রচার, গোজামিলে লেখা।
নেতা কতকেজি বিলায়, কত টন আত্মসাত
চোর ধরিয়ে দিলি তুই, নাই বাঁচার অজুহাত।
আম-জাম গাছ নয়, কলাগাছেরও আছে দাম
বালিশ ও পর্দার পরে, করোনায় সারা কাম।
দুই লাখ টাকার সাইড, বিল হয় দশ কোটি
ডাক্তারদের খাওয়া ও ঘুম, বিল বিশ কোটি।
লক্ষণ নিয়ে মরে রোগী, প্রচার করোনায় নয়
বৃহত গোষ্ঠী পথে ঘুরে, পরীক্ষার বাইরে রয়।
হাজারের স্থলে কোটি হয়, তুঘলকি কারবার
শিকড় উপরে খায় চোর, সব কিছু ছাড়খাড়।
প্রকাশ্যে নির্লজ্জ ডাকাতি, নাগরিকের প্রমাদ
প্রতিবাদ করলেই কপালে, গুম-খুন, গরাদ।
চুরির মচ্ছবে মাতে দেশ, যা ছিলো গোপন
তুই এসে জাত মারলি,  সব করলি ওপেন।
গলাবাজির যত উন্নয়ন, সব হয়ে পরে ফাঁস
উন্নয়নের ঠেলায় ভাসে, রডের বদলে বাঁশ।