আমরা অনেক সময় মনের অজান্তেই
আবেগময় স্মৃতিগুলি নিয়ে নাড়াচাড়া করতে থাকি,
তখন মরহুম উচ্চাভিলাষী সুখকে প্রধান্য দিয়ে
আনন্দ মিশিয়ে দুঃখকে পরিমাপ করতে চাই!
অথচ সেখানে,
স্বপ্নালু চোখে বসে থাকে স্থগিত সময়,
নিরব মুহূর্ত অপব্যয় করে
দীর্ঘশ্বাসকে ছাপিয়ে জীবন হেঁটে যায় প্রান্তিকের দিকে!
আগামী দিনে হতাশা লুকোনোর ডিজাইন কেমন হবে
তা আঁকতে গিয়ে,
বিবর্ণ রূপরেখায় আটকে থাকে ক্রুশবিদ্ধ মর্যাদা!
অন্ধকারে বসে আলোর আহ্বান এবং
ফর্সা সকালের পৃথিবী
বিবর্তনযোগ্য সুখের দরজায় ঝুলিয়ে,
আমরা সুস্বাদু গল্পের আদলে জীবনকে চালিয়ে নিয়ে যেতে চাই!