বোবা বলে তোমরা যারা
করছো অবহেলা,
বোবা হলেও অন্ধতো নই
দেখছি সবার খেলা।


জন্ম বোবা নইতো আমি
আমার ছিলো ভাষা,
যা দেখি তা বলতে মানা
দেখছি যে তামাশা।


বোকার মতো রুঢ় আচার
করছো বোবার সনে
কাপুরুষের বিজয় হাসি
সুখী মনে মনে।


বোবার কস্ট কেউ বোঝেনা
কস্টের ওজন কত,
স্বপ্নরা সব ছিন্নপত্র
ছিদ্র শত শত।


আকাশ জুড়ে মৃত্যু হাসে
রোদন চারিদিক,
জীবন মায়ায় আদম সন্তান
ছুটছে দিগ্বিদিক।


কান্না ক্লান্ত বিকেল জুড়ে
সভ্যতারা সব,
ধেয়ে আসছে নিকট অতীত
হাসবে পরাভব।