বারুদের স্তুপে বসে, খাঁকতি রায়ত
ঝেঁকে বসে বাসভূমে, সাজিয়া ঠাকুর!
সামন্ত প্রভুর কেতা, পাকড়ে তাবত
সমুদায় গিলে তবু, অতৃপ্ত ঢেকুর!


প্রভুর হুকুমে ঘেউ, ভাদরে কুকুর
লেজ নেড়ে উপাসন, ভজনা জ্ঞাপন
সহমত আলম্বন, নফর মেকুর-
নিরালায় এক রাও, সকল আপন!


তেলতেলা দিন কাটে, গিলিয়া দীপন
চেহারায় চেকনাই, সুখের আকাল!
খোশহালে স্বর দলে, লোলুপ স্বপন,
লুটেপুটে ভোজভাত, কোসনে হামাল!


ধ্বসে যায় জনপদ, ভূম খাড়খাড়
শিকড় উপরে খায়, বহুরূপী জার!
--------------------------------------
(স্পেনসেরীয়ান সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস : ৮+৬, মিলবিন্যাস : কখকখ, খগখগ, গঘগঘ, ঙঙ।
শব্দার্থ: খাঁকতি<জোর করে দাবি করা, অনৈতিক দাবী, প্রচণ্ড লোভী / সামন্ত প্রভু<অধীন নৃপতি, উপ-রাজা, জায়গীরভোগী / কেতা<কেতাদুরস্ত /নফর<ভৃত্য, দাস, গার্হস্থ্য চাকর / মেকুর<বেড়াল / দীপন<বিচ্ছুরণ, দ্যুতি, আলো / ভোজভাত<মিলেমিশে, রাজনৈতিক অংশীদার / জার<জারজ, বেশ্যার সন্তান।