চামচামি আর তেলবাজি-
ব্যক্তির সৃজনশীলতাকে ধ্বংস করে দেয়,
অথচ এই মেধা ও সৃজনশীলতা জাতির বিরাট উপকারে আসতে পারতো৤
গোটা সমাজ ব্যবস্থার মেধাকে নিরুৎসাহিত করে,
অথচ একটি সৃস্টিশীল বুদ্ধিবৃত্তিক জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারতো৤
গোটা সমাজ ব্যবস্থাকে দুর্বৃত্তায়নের দিকে ঠেলে দেয়,      
অথচ একটি সভ্য জাতি হিসেবে মাথা উচু করে দাঁড়াতে পারতো৤
গোটা সমাজ ব্যবস্থায় একটি হরিলুটের রাজত্ব কায়েমে সাহায্য করে,
অথচ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে পারতো৤


চামচামি আর তেলবাজি-
গোটা সমাজ ব্যবস্থায় ত্রাস ও উদ্বিগ্নতায় আচ্ছন্ন করে ফেলে,
মানুষের বিবেককে ধ্বংস করে দেয়,    
আর তখনি গোটা জাতি অপমানের গ্লানিতে নিমজ্জিত হয়ে
নিজের আত্মসম্মান বোধ হারিয়ে ফেলে৤