রুজি-কামাই যা হয় তাতে
পারছি না তো আর,
ডাইনে-বায়ে আসছে ধেয়ে
গভীর অন্ধকার।


নিত্যপণ্যের বাজার ঘুরে
পড়ছে মাথায় বাজ
সামাল দিতে পাইনা খুঁজে
বাড়তি কোন কাজ।


মাছ-মাংস কেনার মতো
হাতে টাকা নাই,
সিদ্ধ কয়টা ভাতের সাথে
নিমক মেখে খাই!


দরিদ্রকে লুটছে সবাই-
বিপদে মজুর
ধারে-দেনায় বাঁচতে গিয়ে
দুর্ভাগা ফতুর।


এইভাবে আর ক’দিন যাবে
পুঁজি খাওয়া শেষ !
দুর্দিনে কি চুরি করবো?
চিবিয়ে খাবো দেশ?