চারিপাশে স্তাবক দেখে সাচ্চা ভেবে
তৃপ্তি করে ঢেঁকুর তোলেন দ্বিভাব রাজা,
হামান দিস্তায় স্থাপন করেন নিজের সুনাম,
সোনার থালায় কমলা রঙের কালি দিয়ে
স্ব-রচিত ইতিহাসের পাতায় পাতায়
এঁকে চলেছেন স্বীয় ছবি!
আশে-পাশে নরক এবং নর্দমার সব কীটপতঙ্গ
দিচ্ছে সদা জয়ধ্বনি,
নিজের বেলায় ষোল আনা উসুল করে
চারিপাশে ছড়িয়ে দিচ্ছেন এঁটোকাঁটা!
এসব দেখে নদীর ঢেউয়ে লাগছে আগুন
দাবানলের মাথায় ওঠে ফুসছে জোয়ার,
তেজি ষাঁড়ের রাগাহ্নিত রুদ্ররোষে
একে একে গুড়িয়ে যাচ্ছে লোভে গড়া দুর্গপ্রাকার।
তার পরেও গায়ের জোরে খুব সাহসী করেন জাহির
কিন্তু তাহার পাংশু বর্ণ মুখে সদাই ভয়ের ছায়া!
খচ্চর হয়েও ফাপড় মারেন ঘোড় ভঙ্গিমায়
ছায়া হয়ে ঘুরছে পাশে মৃত্যু কায়া!