তোমরা যারা দিচ্ছো আমায় বীরের খেতাব আজ,
পরপারে প্রাপ্ত খেতাব কি দিবে আর কাজ।
বাঁচার বড় ইচ্ছে ছিলো নিয়ে পরিজন,
আকুল পাথার জীবন মুখী হলো আপন জন।
কে দেখিবে এতিম সন্তান কে দেবে আদর,
কে দেখিবে স্ত্রী পরিজন আজতো সবই পর।
আমার পেশায় ছিলো আমার দায়বদ্ধতার দায়,
কে কি বলতো তাতে আমার কিইবা আসে যায়।
কেউ বলেছো শিবির আমায় ভিন্ন মতের জন,
কেউ বলেনি জীবন বাঁচাও পরে বিশেষণ।
স্বজাতিদের রেখে গেলাম থেকোনা নীরব,
নিজের জীবন রক্ষা পেতে থাকবে যে সরব।
দেশটি তোমরা দেখে রেখো যে যা বলুক ভাই,
দেশের তরেই জীবন দিও যেনো শান্তি পাই।
গুণিজনের মাথা নত তস্তর উচ্চ শির!
মেধাবী আজ মনস্তাপে বিবেক তার অধীর!!
রক্ত চোখা রাস্ট্র যন্ত্র ছিলে না উদার!
এখন দিচ্ছো বীরের খেতাব আমি পরপার!!