দেয়ালে ইতস্তত চিত্রকল্প এঁকে
রাতটি দাঁড়িয়ে অন্ধকার জেঁকে,
তাকে বিনীত জিজ্ঞেস করা হয়
তুমি কেন দাঁড়িয়ে আছো রাতময়?


দেয়াল থেকে উত্তর আসে শুনছি
দাঁড়িয়ে আমি মুত্যুর প্রহর গুণছি,
ভোরের সূর্য উঠলেই মৃত্যু আমার
তারই অপেক্ষায় প্রভাতের দ্বার।


সন্তান আমার আচ্ছন্ন গভীর ঘুমে
প্রতিনিয়ত তার শিয়রে মুত্যু চুমে,
আমি আছি ঘুম ভাঙ্গার অপেক্ষায়
ঘুমিয়েই তারা হাজার রাত কাটায়।


ঘুমিয়ে কাটালে ঘুঁচবেনা তার দুঃখ্
ভোরের দেখা পাবেনা আর মুলুক
হবে হামেশা দুর্দশার কোলাকোলি
সর্বদাই দেখবে মুত্যুর গলাগলি।