কেউবা বলে ফক্কর দাদু,  কেউবা  বলে ফরা
ফকর রাজী নামটি দাদুর, লোকটি মনোহরা।
ব-আকৃতির মুখটি দাদুর, হাসেন তিনি গালে
দাদু শুধু মুখিয়ে থাকে, সালাম পাওয়ার তালে।
সালাম যদি না-দেয় তারে, বেজায় বেজার হন
সালাম যেন দাদুর প্রাপ্য,  তিন পুরুষের ধন!
সালাম পেলে খুশি ফরা, চাচা হোক আর ভাই
দাদু কাউকে সালাম দিছে, এমন প্রমাণ নাই।
কানডলা আর বকাঝকা, ছেলে-ছোকড়া খায়
সালাম পেতে হবে যদি, পাশ-দিয়ে কেউ যায়।
পাড়ার সকল মা-বাবাকে, প্রায়ই দেন বিচার
ছেলে  পুলে মানুষ হয়নি,  মানেনা  আচার।
এমন কেহ নাই পাড়াতে,  খায়নি বকা তার
সালাম তিনি আদায় করেন, কেহ পায়না পার।
তাও দাদুর মন ভরেনা, সমাজ ডুবছে জলে
ছালাম আদব উঠে গেছে, দেশটা রসাতলে।
--------------------------------------------
[ছালাম শব্দটিকে হাস্যকর ভাবে উপস্থাপন করার কারণে পাঠকের কাছে ক্ষমাপ্রার্থী।