ফণাগুলো ঘুমিয়ে আছে বিভাজন রেখার ওপাড়ে,
আপাতত নির্জন্ঝাট ধাপ্পাবাজির মহোৎসব চারদিক,
সভ্যতা বিনাশী ইতরামী বিহারের উৎযাপন
দিকে দিকে ছিটাচ্ছে ভয় ও আতঙ্কের টুকরো।
অথচ একদিন এখানে ফণারা-
ভোরের রোদ্দুর পোহাতো উদোম ওমে,
দ্বিধাহীন কলম ছিল লাস্যময়ী সভ্যতার প্রতীক
ছিল সুখ নিদ্রায় আচ্ছন্ন নগরীর স্নেহ,
শঙ্কাহীন আটপ্রৌড়ে জীবনের গেরস্থালী।
অথচ আজকাল-
সংঘর্ষগুলো উড়ছে আকাশে, পুনর্জন্মের আকাঙ্খায়
বিপ্লবী ছাত্রের গুহাগাত্রে নিক্ষিপ্ত দ্বিপ্রহর,
যৌনতাবিষ্টের সঙ্গম থেকে মুক্তির মিছিল কলমদের;
আমারও মনে হয় তাই-
ফণারা জাগবেই, ভেঙ্গে দেবে বিভাজন রেখা
ফিরিয়ে দেবে সভ্যতা, সাবেক উপত্যকা।