একাত্তরের নতজানু আত্মসমর্পণের কোলে মাথা রেখে
বায়োস্কোপ দেখিয়ে যাচ্ছে ছোকড়া যুগ;
তাই দেখে প্রতিদিন আমি
দুর্দশার কবর জেয়ারতে গিয়ে
গুলিবিদ্ধ হয়ে ঘরে ফিরি;
এ সময় আমার পাশ দিয়ে
হেঁটে যায় একটি বাকরুদ্ধ আওয়াজ,
বিচ্ছিন্ন পুনরুদ্ধার পারেনা রক্তিম অভিশাপ ঠেকাতে;
সত্যের প্রসব যন্ত্রণার লজ্জা আর
দুঃস্বপ্নের চিৎকারে পিষ্ট হয় উপত্যকার শরীর,
চেতনার ফরমালিন তীরন্দাজ
চোখবুজে আরাম খোঁজে অক্ষম খোলসে ঢুকে।