মেঘের হৃদয়ে জমা, সকরুণ দুখ!
বিগলিত অশ্রুধারা ঝরে অবিরাম,
বিষণ্ণ আকাশ ভার প্রতিমাণ মুখ
আকাশ মেঘের যোগ প্লব ধরাধাম।


আফসান বারিরাশি, উতল জোয়ার
দু’কুল ছাপিয়া জল পারে আছড়ায়,
উপচায় নীল ক্রোধ বিভাব গোঁয়ার
ভাসমান জনপদ, ভয়ে কাতরায়।


সাজানো কায়েমি বাস কাঁপে অনিয়ত
চলমান গতি পথ খাঁড়ি নিপতন
মেঘের ধূসর আড়ে কৃশ তবিয়ত
নিস্তেজ রবির চোখ ঘুমে অচেতন।


জ্বলন্ত চুল্লিতে ফোটে গার্হস্থ্য দিবস
সানন্দ ধরণী আজ কাতর বিবশ!
-------------------------------------------------
শব্দার্থঃ প্রতিমাণ<পাষাণ, গুরুভার, অত্যাচারী/ প্লব<ভাসন্ত, প্লাবিত/আফসান<তর্জন-গর্জন, অতিশয় ক্রুদ্ধ/বিভাব<কল্পমূর্তি, বোধ/অনিয়ত<অনিয়ন্ত্রিত, অস্থির, বেসামাল