ওই দিকে চেয়ে দেখো, হেঁটে যায় লস্কর-কসাই
তিনটি উঁচু দালান তার, ভাবখানা সাধু মশাই।
বিদ্যুৎ অফিসের কাজ, লোভে চকচকা চোখটা
চলাফেরায় গোবেচারা, খাই খাই তার লোভটা।
ডান হাতে কলম তার, খামটা ধরে বাম হাতে
টাকা ঢালো কাজটা, পেয়ে যাবে হাতে হাতে।


এই যে গদাইকে দেখ, শরীর নয় হাড্ডি ক’খানা
পোশাক কারখানার কাজ, জীবনটা ফানা ফানা।
বাবা-মা, দু’বোন ছোট,  নুন ছাড়াই খায় পান্তা
মালিক কি তেলতেলা, গদাইর জীবনটা নোন্তা।


গদাই আর লস্করটা, শিক্ষায় যোগ্যতায় সমান
জীবন যাত্রায় কেন,   ফারাক জমিন-আসমান?
লাল-সবুজের এক দেশ, নাগরিকে তফাৎ যোজন
কে দিবে তারে ইনসাফ, কোথায় সেই মহাজন!