যে সমাজে অত্যাচারিত ব্যক্তি
অত্যাচারীর বিরুদ্ধে কথা বলতে পারে,
তখন সেখানে গড়ে ওঠে বাক-স্বাধীনতার শক্ত ভীত!
যখন কোন বঞ্চিত ব্যক্তি,
বঞ্চনার বিরুদ্ধে বিচারিক নালিশ করে প্রতিকার পায়,
তখন সমাজ ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থার দিকে হাঁটে।
যখন বিভিন্ন ধর্মের নাগরিক,
স্ব-স্ব ধর্ম বাধাহীন ভাবে পালন করতে পারে,
এবং স্বাধীন মত প্রকাশ করতে পারে,
তখন সেটি সাম্য ও ভ্রাতৃত্বের সমাজ হয়ে ওঠে।
কিন্তু একটি গণতন্ত্রহীন রাষ্ট্রের সরকার যখন,
প্রশাসনের সমস্ত যন্ত্র ব্যবহার করে স্বৈরাচারি হয়ে ওঠে,
তখন সেই তেলবাজ ও দালাল বেষ্টিত স্বৈরাচার,
ক্ষমতার লোভে, পুরো জনগোষ্ঠীর সব অধিকার কেড়ে নেয়,
তাদের জীবনকে দুর্বিসহ করে তোলে,
সীমাহীন লুটপাটে রাষ্ট্রকে পঙ্গু করে দেয়,
সেই শাসনকে যতই গণতন্ত্রের লেবেল লাগানো হোক
সেটি গণতন্ত্রের নামে পরিকল্পিত ভন্ডামীতন্ত্র ছাড়া কিছুই নয়!