মানুষ বিশাল কোন বস্তু কিংবা
পাহাড়ের সাথে কখনো হোঁচট খায়না!
কারণ বিশালতা বা পাহাড় নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে
বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে পৃথিবীর আরোগ্যতায়;
মানুষ হোঁচট খায় অতি ক্ষুদ্র ও ছোট্ট বস্তুর সাথে,
যাকে সে কখনোই হুমকি মনে করেনা!
তখন কোন কোন হোঁচট,
জীবনের কঠিন সংগ্রামগুলিকে দুরে ঠেলে দিয়ে,
একটার পর একটা ছোট ছোট অসঙ্গতি
জমা হতে থাকে দুর্ভাগা ঝোলায়;
এক মুঠো বিস্ময় হাতে নিয়ে
জগত সংসারের ক্ষুদ্র বস্তুটির দিকে মানুষ অসহায় তাকিয়ে থাকে,
এবং বিনামূল্যে প্রাপ্ত ক্ষতটি পিঠে বহন করে
জীবনকে টেনে নিয়ে যায় প্রান্তিকের দিকে!