ডুবে যাওয়া দিনের হতাশ গোধূলি
একাকীত্বের ধীর পদক্ষেপে, প্রশ্রয় দেয়া অন্ধকার ভেঙে
সবুজ পৃথিবীর সীমান্ত পানে অরক্ষিত হাঁটে!
তাই লুকানো তারার ঘনত্বে অবগাহন করে দুঃখি চাঁদ,
ধুসর উপত্যকার দরিদ্র গালে
চুম্বন এঁকে যায় স্পর্শকাতর কৃপণ জোৎস্নার আলিঙ্গন!
অন্ধকার উস্কে দেয়া অজ্ঞতা বিলি করে উদ্বিগ্ন রাত,
মৃদু শুভেচ্ছাকে দীর্ঘস্থায়ী করতে না পেরে
সর্বাধিক নির্দোষ মস্তিষ্কের বনানীতে আগুন লাগায়!
অলাভজনক সহায়তা জীবনের ঘাড়ে নিশ্বাস ফেলে,
কয়েকটা দুঃখ নিজের আছে রেখে দিয়ে
বাকীগুলোকে রাতের দেয়ালে সেটে দেয় অবেলায়।
অর্ধেক অবনমিত উচ্চাকাঙ্ক্ষা
নিষ্ঠুর বদনাম কাঁধে নিয়ে দুঃখগুলিকে আটকাতে ব্যস্ত,
অসম্পূর্ণ নিরাময়ের খাটিয়ায় শুয়ে একটি হতভাগ্য রাত
অবিচ্ছিন্ন অশ্রু চোখে পৃথিবীর সাগরে সাঁতার কাটে!