ভয়াল রাতের ফাঁদে পড়ে আছে কাল
আগুনের জামা পরে পুড়ছে মানুষ
মাফিয়ারা কিনে নেয় বীরের আকল
মোনাফেক পড়ে থাকে সদাই মুখোশ।


ঘৃণ্য আক্রোশ ছড়ায় নিকৃষ্ট চাঁড়াল
লালসার নষ্ট নীতি জাতীতে বিভেদ,
পাণ্ডিত্য জাহির কিন্তু জ্ঞানের আকাল
গর্বের অর্জন নাশে নিয়তে গলদ।


লেহাজের মাথা খেয়ে যুগের চামার
লোভের লাগাম নাই করে যায় পাপ,
জনতার খেয়ে পরে বর্বর আচার
মূলসহ তুলে খায় নাই অনুতাপ!


জারজ মোচড়ে শৌর্য দিলে নীরবতা
দুনিয়ার আদালতে কাঁদে মানবতা।
----------------------------------------
(শেক্সপীয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬, মিলবিন্যাস-কখ কখ,গঘ গঘ,ঙচ ঙচ,ছছ)
বি. দ্র. সনেট এক্সপার্ট কবি বন্ধুগণ ভুল ত্রুটি ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো।