কি পরিমাণ দুঃখের কাঁচামাল জমিয়ে
কয় কেজি পরিমাণ সুখ উৎপাদন করা যায়,
নাবালক জ্ঞানে তা কখনোই ধরা পড়েনা!
তাই স্থলবন্দী শোক,
আজীবন দুঃখকে লালন করতে থাকে, এবং
কাঁচা আবেগের পাঁকা দুর্ব্যবহার প্রদর্শন করতে থাকে!
গোলকধাঁধায় মোড়ানো নিখুঁত জীবনের ফিটনেস
হন্তদন্ত হয়ে তালাশের নামে খোঁজে দম ফেলার পাত্র,
আর সুখী স্বপ্নগুলোকে
একটা একটা করে ভেঙে গুড়িয়ে দিয়ে পথ চলে!
তখন প্রতিরক্ষামূলক নির্দোষ হাসিকেও বিষাদময় মনে হয়;
নিষ্ক্রিয় দ্বিধার দুর্বলতা ও ভয়
শক্তিশালী রূপ নিয়ে আত্মপ্রকাশ লাভ করে;
হতাশার উচ্চাভিলাষী অভিমানে
কেটে যায় জীবনের ক্ষয়িষ্ণু তাল!