জীবনের গোলকধাঁধাকে-
ধরতে পারার উপায় খোঁজার জন্য,
কেটে যায় কত শত অতন্দ্রি প্রহর!
কিন্তু দোরের চৌহদ্দির ভেতরেই
দরিদ্র ত্যাগের পুরোহিত
বসে থেকে বোকা বানাতে থাকে সর্বদা!
একটি রাত থেকে কিছু অন্ধকার পালিয়ে এসে
ঘিরে ফেলে জীবনের ছায়াপথ;
বরাদ্ধকৃত ভাগ্যরা চোখের জল ভালোবেসে
কাটিয়ে দেয় বছরের পর বছর,
পদক্ষেপগুলির নীচে, অনিচ্ছুক নেতৃত্বের চ্যাঙারিতে
পড়ে থাকে জীবনকে বদলে দেয়ার উপযোগী পাকা সাহস,
নিঃসঙ্গতার আঁচল আঁকড়ে
ধূসর হতে থাকে জীবনের ক্ষমাহীন প্রতিবিম্ব!