কিছু পশুও মানুষ বলে, দাবি করছে আজ কাল
মানুষ রূপী দেখতে হলেও, মনুষ্যত্বের আকাল।
কর্ম করে জানোয়ারের, কেবা মানুষ কয় তারে
মানুষ বলে জাতে তোলে, স্বজাতি জানোয়ারে।
সভ্য সমাজ বনবাসে, জোর জুলুমের কারাবাস
হারামজাদার পাল্লায় পরে, সমাজেতে সর্বনাশ।
সমাজ জীবন দুর্বিসহ, প্রতিকারের জায়গা নাই
আজাব হয়ে চেপে আছে, মানবতা পুড়ে ছাই।
জোচ্চুরি আর অপকর্মে,  বিচারহীনে জয়োল্লাস
ভীতির সমাজ  তৈরী করে,  সর্বস্তরে সর্বনাশ।
আধমরা এই মানুষগুলো, কে দেবে ন্যায় বিচার
জোর জুলুম আর অত্যাচারে, মানবতা রুদ্ধদার।
উল্টো পথে চলছে সমাজ, নির্মমতা চলছে বেশ
এমনি যদি চলতে থাকে, অন্ধকারে প্রাণের দেশ।