দূড়ন্ত যাত্রায় ক্লান্ত ঘোড়সওয়ার,
নিভু নিভু অস্তগামী সভ্যতার দুয়ারে পৌঁছার আগেই
ঘন জঙ্গলের আড়াল থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ;
এগোচ্ছেন কষ্ট প্লাবিত উড়ন্ত ধুলিধূসর পথ ধরে;
তিনি সেই সত্ত্বা, যিনি আমাদের স্বপ্ন দেখিয়ে ছিলেন
একটি "মুক্তির জন্মভূমি" গড়ে তুলতে;
ইতিহাসের লজ্জার ঝুঁকিতে আবারো যাতে পরতে না হয়
তাই ক্লান্তিহীন পথ হাঁটার চেষ্টা!
প্রায়ই এখানে অন্ধকার কেঁদে কেঁদে নালিশ করে
দারিদ্র বহনকারী বোকা উপত্যকার প্রাচীর ঘেসে,
দাসত্ব বহনকারী বিধবা দ্রোহগুলো
সেই প্রাচীন অন্তহীন শিকলে বন্দী হয়ে এখন গরাদে।