কবিতা কি!
একজন কবির কাগজ কলম নিয়ে সময় কাটানো?
কবিতো একজন চিত্রকর!
কালের চিত্রকে মহাকালের ক্যানভাসে নিখুঁত ভাবে এঁকে রাখেন!
কবিতা কবি সত্ত্বার ধারণগত রঙ, উপাদান এবং
বিধ্বস্ত আত্মার নিগূঢ় সামঞ্জস্য!
বিশাল সমুদ্রে ব্যক্তিগত ভ্রমণ করলেও
ব্যক্তি ও সমষ্টির ধারণগত ফলাফলই কবিতা;
বিস্তর বুদ্ধিবৃত্তিক আবেগ নির্ভর ও ভারশূন্য যুক্তিই কবিতা,
কবিতা অনুল্লেখিত অর্থবোধকতা বহন করে বলে
শাব্দিক অর্থ অতিক্রম করে একটি বিশেষ অর্থ নির্দেশের চিত্ররূপ।
শ্রুতি-সৌন্দর্যসম্পন্ন ও কাব্যিক শব্দ বিন্যাসের এক জাদুকরী রহস্য,
কখনও কখনও রূপকের আড়ালে লুকায়িত আত্মার বিমূর্ততা,
একজন কবি রাস্ট্র, সমাজ, মানবতা, নিসর্গ, প্রেম-বিরহ ও
অব্যক্ত অনুভূতিকে সূচিত করার স্বভাবজাত দৃষ্টিভঙ্গির প্রতিবিম্ব রূপ।