কবি বন্ধুগণ হয়তো বিরক্ত, প্রতিদিন আঁকি একই ছবি
চোখটি বুজলেই দেখি বন্ধু, মেজর সিনহার  মুখচ্ছবি।
করোনায় মানুষ দিশেহারা, কর্মহীন লক্ষ লক্ষ বেকার
ক্ষুদ্র ব্যবসায়ী আজ নিঃশ্ব,  শেষ যেন নেই দুর্দাশার।
বড় ব্যবসায়ীও বিপদে, চলছে ব্যবসা বন্ধ ও ছাঁটাই
দিনে দিনে বাড়ছে ক্ষুধার মিছিল,  বাঁচার পথ নাই।
দেশে চলছে অবাধে লুট,  বাঁধা যদি কেউ দিতে যায়
গুম-খুন ও হত্যার শিকার, লাশটাও খুঁজে নাহি পায়।
আকাশেতে উড়ছে শকুন, ধরায় হায়েনার আনাগোনা
জানোয়ার গিলে খাচ্ছে দেশ, শুধুই মৃত্যুর ক্ষণগোনা।
অবাধে চলছে অনাচার, কোথাও নাই কোন প্রতিকার
কই যাবে দেশের মানুষগুলো, দেখে যাচ্ছে নির্বিকার।
স্বৈরাচারী শাসনের নিষ্পেষণে,  জালিমের উৎপীড়ন
ভেঙ্গে গেছে রাষ্ট্রের কোমর, নাগরিকে সুক্ষ্ম বিভাজন।
আজ ভয়ের রাজ্য তৈরী করে,  নির্ভিগ্নে দম্ভের শাসন
বিচারের নামে চলছে প্রহসন,  চলছে দুষ্টের পালন।
এইসব দেখেও  যারা  চুপচাপ,  কাঁদেনা যাদের মন
সেতো মানুষ নয় জানোয়ার, নয় মায়ের আপনজন।
কলুরা অন্য কিছু দেখে,  আরতো কিছু দেখিনা আমি
কবে এই আজাব থেকে মুক্তি,  জানে শুধু অন্তর্যামী।