কষ্টের আগুন পোহায় ছিন্নমূল সময়!
নিঃশব্দ দু:খের অশ্রুহীন কান্না মাথা ঠুকে-
অসহায় আত্মসমর্পণের বন্ধ দরজায়!
অস্তিত্ব গিলে খাওয়া সময় হাত কপচায়,
যাবর কাটে, বেজন্মা আঁধার বিঁধে থাকা রাতের প্রশ্রয়ে!
সূর্য চুম্বনের অপেক্ষায় থাকা, বিদঘুটে প্রহরের মতো
অসহায় মানুষ খোঁজে মুক্তির দ্বার-
একটি স্নিগ্ধ নির্মল আলোকিত ভোর!
কিন্তু ব্যাখ্যাতীত বিদ্রূপে,
লজ্জিত সময়ের তৃষ্ণার্ত জিভ থেকে, ঝরে পড়ে ফোঁটা ফোঁটা আগুন!
হুঙ্কারে স্তব্ধ পৃথিবীর কক্ষপথ ধরে,
নীরব পায়ে,
সময় হেঁটে যায় তার আপন ঠিকানায়!