আকাশের সার্বভৌমত্বকে অস্বীকার করে,
পরিবর্তিত আকাশের গায়ে, মেঘেরা
বেশ কিছু নতুন বিনিয়োগ নিয়ে আসার জন্য,
তাদের নিজস্ব ভাষায়, যত্রতত্র বসে সলাপরামর্শ করছে!
তাদের মধ্যে অনেকে, পোশাকের ভাঁজের মতো,
ভ্রু কুঁচকে, গালে হাত দিয়ে বসে আছে!
কতক ক্লান্ত হয়ে, বাতাসে ঝুলতে ঝুলতে উত্তরে সরে যাচ্ছে;
তরতাজা জেদ নিয়ে ফুসে ওঠা কয়েকজন,
দিনের বার্ধক্য টের পেয়ে, অগোছালো কাপড়ে,
হতাশাব্যঞ্জক দৌঁড়ে, পালিয়ে যাচ্ছে বাড়ির দিকে।
কিন্তু বিশ্বকে আলোকিত করার মহান দায়িত্বে নিয়োজিত
সূর্যের কাছে, ক্রোধ ও প্রতিশোধের প্রত্যাশা করেও
কোন আশ্বাস না পেয়ে, বাংলাদেশের আম জনতার মতো,
মুখ ভার করে, রেগেমেগে বসে আছে আকাশ!
প্রেরণার স্নিগ্ধ বাতাসের সাথে, কিছু আশা মিলেমিশে,
সবুজ ডালপালা গজানোর প্রত্যাশায়, বৃষ্টির অনুগ্রহ প্রত্যাশা করলেও
দু:খ এবং আফসোসে অতিক্রম করছে, মধ্যযুগীয় এক রাজার কাল!
তাই দেখে রাগে ক্ষোভে, গত পঞ্চাশ বছর ধরে চলতে গিয়ে,
লোকাল বাসের মতো, একটু পর পর দাঁড়িয়ে যাচ্ছে আমার দেশ!