নাই নাই বিদ্যুৎ
ঘেমে নেয়ে কিম্ভুত
এই বুঝি দম যায় গরমে।


হাঁসফাঁস করে করে
তলে দিয়ে পানি ঝরে
লুঙ্গিটা খুলি না শরমে!


এই আসে এই যায়
কারো যেন নাই দায়
বিভ্রাটে জীবনটা চরমে।


দায়িত্বে হারামি
দিনমান ভাঁড়ামি
ঠাণ্ডায় তারা থাকে আরামে।


জনতার খেয়ে পরে
ফার্নেস লুট করে
খেয়ে গেলি, সইবে না ধরমে।